০১৩০৯১২৮৭৬৮

সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় বালিয়াডাঙ্গী উপজেলার প্রথম কলেজ এবং উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ১৯৮৭ সালের পূর্বে বালিয়াডাঙ্গী ছাড়া ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলায় কলেজ ছিল। বালিয়াডাঙ্গী উপজেলায় কোনো কলেজ না থাকায় এসএসসি পাসের পর সামান্য সংখ্যক ছাত্রছাত্রী ঠাকুরগাঁওসহ অন্যান্য উপজেলার কলেজগুলোতে ভর্তি হতো। অঞ্চলটি দারিদ্র্যপীড়িত হওয়ায় বেশিরভাগ ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীদের লেখাপড়া বন্ধ হয়ে যেত এবং ছাত্রীরা বাল্যবিবাহের শিকার হতো। এই দুর্দশা দেখে বালিয়াডাঙ্গী কৃতী সন্তান ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ তাঁর পিতার নামে ১৯৮৭ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়টি প্রায় সাত একর জমির উপর প্রতিষ্ঠিত। কলেজটি স্নাতক পর্যায়ের। এর ভৌত অবকাঠামো সুন্দর। এর ভবনসমূহ একতলা, দুই তলা, তিন তলা ও চার তলার। সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাক্ষেত্রে বালিয়াডাঙ্গীতে প্রশংসনীয় ভূমিকা রেখে এসেছে। ভালো ফলাফল, মানসম্মত শিক্ষাদানের জন্য জেলার প্রথম সারির কলেজ এটি। শিক্ষাবোর্ডেও কলেজটির প্রশংসা রয়েছে। এই কলেজের বহু ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাসের পর বিশ্ববিদ্যালয়,  মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশ বিদেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। কলেজের অনেক কৃতী ছাত্রছাত্রী বিচারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেনা বাহিনী, পুলিশ, বিসিএস ক্যাডার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে দেশের সেবা করে আসছেন।